Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৫২ কোটি টাকার

০২ এপ্রিল, ২০২২ ১:১২ অপরাহ্ণ
বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৫২ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহের সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকায়।সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ১৪ লাখ ১ হাজার ৫৭৪ টাকা বা দশমিক ২১ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে। ডিএসই  অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে বিদায়ী সপ্তাহে। তবে কমেছে সিএসইতে।

জানা গেছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার টাকার বা ২০ দশমিক ০৫ শতাংশ লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৫৭পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট  বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৪ পয়েন্টে এবং দুই হাজার ৪৭৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৭০টির  এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টিরশেয়ার ও ইউনিট দর।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২১ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৩ কোটি ৭৪ লাখ ০১ হাজার ০৮০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৭ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ২৭০ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৬ পয়েন্ট , সিএসই-৩০ সূচক ১০৭ পয়েন্ট , সিএসই-৫০ সূচক ১১পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮৪৭ পয়েন্টে, ১৪ হাজার ১০৩ পয়েন্টে, এক হাজার ৪৫৬ পয়েন্টে এবং এবং সিএসআই ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৭ টির দর বেড়েছে, ১৯৪টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার