সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০ বারে ৩৮ হাজার ৩৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রহিমা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭৪ বারে ৭৩ হাজার ২৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৩ বারে ৩৩ হাজার ৩০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টি’র ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, বিডি থাই ফুডের ১.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস