Top
সর্বশেষ

বিয়ের আসরে প্রেমিকার আগমন, কনে রেখে প্রেমিকাকে নিয়ে পালালেন বর!

০৮ জানুয়ারি, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
বিয়ের আসরে প্রেমিকার আগমন, কনে রেখে প্রেমিকাকে নিয়ে পালালেন বর!

ভারতের কর্ণাটকে একই আসরে বিয়ের আয়োজন করা হয় নবীন ও অশোক নামের দুই ভাইয়ের। নবীনের সাথে বিয়ে হওয়ার কথা ছিলো সিন্ধু নামে পেশায় এক চিকিৎসকের।

কিন্তু বিয়ের আগমুহূর্তে হঠাৎ এসে হাজির হন নবীনের প্রেমিকা।

বিয়ের আসরে হঠাৎ নবীনের সাবেক প্রেমিকার আগমন। সিন্ধু পেশায় একজন চিকিৎসক। প্রেমিকার এই উপস্থিতিতে বিচলিত হন নবীন।

প্রেমিকা সিন্ধুর দাবি তাকে নবীন বিয়ে না করলে সে এখনই আত্মহত্যা করবে। আমন্ত্রিতদের সামনে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিতে সবাই বিচলিত হয়ে যায়। এক পর্যায়ে সিন্ধুকে নিয়ে পালাতে বাধ্য হয়

ভারতের সংবাদমাধ্যম জানায়, এই সময় নবীনের ভাই অশোক বিয়ে করে নিলেও বসেই থাকেন সিন্ধু। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে একপর্যায়ে কেঁদে ফেলেন ওই কনে।

শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তখনই সিন্ধুর বাড়ির লোক পাত্র খুঁজতে শুরু করেন। সৌভাগ্যবশত সেসময় সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রাপ্পা নামে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক কন্ডাক্টর। তাকেই দেওয়া হয় বিয়ের প্রস্তাব।

আর তিনি দেরি না করে তাদের প্রস্তাবে যান চন্দ্রাপ্পা। এরপর ওই মণ্ডপেই বিয়ে হয়ে যায় সিন্ধুর। শুধু পাত্র পরিবর্তন হয়। তবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায়  অবাক হয়েছেন অনেকেই।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার