Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রতারিত হবেন না, আমার ফেসবুকে অ্যাকাউন্ট নাই: শাবনূর

০৯ জানুয়ারি, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
প্রতারিত হবেন না, আমার ফেসবুকে অ্যাকাউন্ট নাই: শাবনূর

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর জানিয়েছেন, তার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

তিনি প্রতারিত না হতে সাবধান করে বলেন, সবাইকে অনুরোধ করছি তারা যেন কোনোভাবেই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে কোনোভাবে প্রতারিত না হন।

বাংলা সিনেমা জগতের এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সম্প্রতি ফেসবুকের একটি অ্যাকাউন্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। যা শাবনূরের ফেসবুক অ্যাকাউন্ট নয়। শাবনূরের শুধু একটি ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখানেই সক্রিয় থাকেন আলোচিত এই অভিনেত্রী।

প্রয়োজনে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে অনুরোধ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে সিনেমায় কাজ করার পরিকল্পনাও আছে বলে জানান তিনি।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার