Top
সর্বশেষ
ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

ইরানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের টিকা নিষিদ্ধ

০৯ জানুয়ারি, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
ইরানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের টিকা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি টিকায় কোনো আস্থা নেই জানিয়ে দেশ দুইটি থেকে টিকা আমদানি নিষিদ্ধ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

খামেনি বলেন, ‘আমেরিকানরা যদি টিকা বানাতেই পারত, তাহলে তাদের দেশ করোনাভাইরাস ঠেকাতে এতটা ব্যর্থ হত না।’

শুক্রবার এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, ‘আমেরিকানরা যদি টিকা বানাতেই পারত, তাহলে তাদের দেশ করোনাভাইরাস ঠেকাতে এতটা ব্যর্থ হত না।’

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৪ হাজার মানুষ মারা যাচ্ছেন উল্লেখ করে খামেনি বলেন, ‘ফাইজার যদি টিকা তৈরি করতে পারে তাহলে সেটি তারা আমাদের কেন দেবে? এটি তারা নিজেদের দেশে মৃত্যু ঠেকাতেই ব্যবহার করতে পারত।’

একই কথা যুক্তরাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য জানিয়ে খামেনি বলেন, দেশ দুটির তৈরি টিকার ওপর আস্থা নেই।

তারা অন্য দেশের জনগণের ওপর নিজেদের টিকার পরীক্ষা চালানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

ফাইজার-বায়োএনটেকের দেড় লাখ ডোজ টিকা আনার পরিকল্পনা করেছিল ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। খামেনির বক্তব্যের পরই টিকা আনার প্রক্রিয়া আটকে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভাষণে নব্বইয়ের দশকে ফ্রান্সের রক্ত কেলেঙ্কারির কথা স্মরণ করিয়ে দেন খামেনি। সে সময় ফ্রান্স থেকে ইরানে পাঠানো রক্তে এইডসের জীবাণু পাওয়া যায়।

রক্তগ্রহীতারা আক্রান্ত হলেও এর জন্য কোনো ক্ষতিপূরণ দেয়নি ফ্রান্স।

করোনাভাইরাসের টিকার বৈশ্বিক প্রকল্প কোভ্যাক্স থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ টিকা কেনার চেষ্টা করছে ইরান।

২৯ ডিসেম্বর নিজেদের তৈরি কোভইরান বারেকাত নামের টিকার ট্রায়াল শুরু করেছে দেশটি।

শেয়ার