সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ৭৭ হাজার ৩৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭০ বারে ১ লাখ ২৭ হাজার ২১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেনেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ বারে ১ হাজার ৪৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আইটি কনসালটেন্টসের ১.৯৬ শতাংশ, এটিসিএসএলজিএফের ১.৯৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১.৯৬ শতাংশ, ফরচুন সুজের ১.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৯৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১.৯৩ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস