Top
সর্বশেষ

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১৮৯ কোটি টাকার

১২ এপ্রিল, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১৮৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, দর কমেছে ২৮৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪০৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৭২ হাজার টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার