Top
সর্বশেষ
ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর কাজে ফিরলেন শার্লিন

০৯ জানুয়ারি, ২০২১ ২:০১ অপরাহ্ণ
দীর্ঘ বিরতির পর কাজে ফিরলেন শার্লিন
বিনোদন ডেস্ক :

দুই বছরের বেশি সময় ধরে কাজের বাইরে। ব্যস্ত ছিলেন বিয়ে, সংসার, সন্তান নিয়ে। অবশেষে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। আগামী মাসেই পুরোদমে অভিনয় শুরু করছেন তিনি। জানালেন, এ বছর প্রচুর কাজ করতে চান, এমনটাই স্থির করেছেন। ইতিমধ্যে ৬টি নাটকে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছেন। এরমধ্যে পরিচালক মেহেদী হাসান জনির তিনটি নাটক। সহশিল্পী হিসেবে থাকছেন অপূর্ব, জোভান ও মনোজ প্রামাণিকের মতো অভিনেতারা।

আরও জানান, বিয়ে করার পর জীবনে শৃঙ্খলা এসেছে। আগের থেকে আরো বেশি কাজ করতে পারবেন। গত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শার্লিনের। সেখানে তার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। সামনে আবার সিনেমায় কবে অভিনয় করছেন, এ ব্যাপারে জানতে চাইলে এই অভিনেত্রীর ভাষ্য, একটু বেছে কাজ করতে চাই। অপেক্ষা করছি। ভালো গল্প পেলেই কাজ হবে। নতুন একটা সিনেমা নিয়ে দীর্ঘদিন যাবৎই রায়হান রাফির সঙ্গে কথা হচ্ছে। ও যেই টাইপের সিনেমা বানায় সে ধরনের কাজ করতে চাই। ওর সঙ্গে খুব শিগগিরই মিটিং হবে। দেখা যাক কী হয়! কথায় কথায় অভিনেত্রী জানালেন, ২০২১ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বুমেরাং’। এখন থেকে নিয়মিত নাটক, সিনেমা বানাবেন। প্রাথমিক পর্যায়ে একটি বায়োপিক নির্মাণ দিয়ে শুরুটা করতে চান। প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন শার্লিন ফারজানা। এরপর মডেল হিসেবে পরিচিতি পান তিনি। অমিতাভ রেজা চৌধুরী ও গাজী শুভ্র’র বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। এরপর কাজ শুরু করেন নাটকে। সেখানেও প্রশংসিত হন তিনি।

 

শেয়ার