সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৩ বারে ২৮ লাখ ৫৭ হাজার ৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪১ বারে ১ লাখ ২৩ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এটিসিএসএলজি গ্রোথ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। ফান্ডটি ১০৯ বারে ৪ লাখ ৮১ হাজার ৩৮৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিবিএসের ২ শতাংশ, বিডি থাই ফুডের ২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২ শতাংশ, ইজেনারেশনের ২ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস