সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬ বারে ৭৫ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বেক্সিমকো ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৯ বারে ২ লাখ ৯৮ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩ বারে ৫৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১.৯৯ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস