সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩৭২ বারে ১ লাখ ৬২ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৪৩ বারে ১ লাখ ৯ হাজার ৪৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ৫২৯ বারে ২৯ লাখ ২৭ হাজার ১৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু’র ১.২৮ শতাংশ, এনসিসি ব্যাংকের ১.৩৫ শতাংশ, যমুনা ব্যাংকের ১.৩০ শতাংশ, ডরিন পাওয়ারের ০.৯৭ শতাংশ, বিকন ফার্মার ০.৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ০.৩৮ শতাংশ এবং বার্জার পেইন্টসের শেয়ার দর ০.২১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস