Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

জয়পুরহাটে বাঁশঝাড় থেকে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০ জানুয়ারি, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ
জয়পুরহাটে বাঁশঝাড় থেকে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাঁশঝাড়ের ভেতর থেকে সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১২ টার দিকে বাগজানা ইউপি’র পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের হিন্দুপাড়ায় রঘুনাথ বর্মনের বাড়ির পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশী এক মহিলা বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে একটি মৃতদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে এসে পুলিশে খবর দেয়। প্রতিবেশীদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এস ওই মরদেহ উদ্ধার করে।

নিহত সনাতন বর্মন নামের ছেলেটি উপজেলার বাগজানা ইউপি’র খোরদ্দা গ্রামের নবদিব বর্মনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন বলেন, শনিবার রাত ৮ টার পর থেকে ওই কিশোর বাড়ি থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি পরিবার। পরে খবর পায় যে তাঁর ছেলেকে কে বা কাহারা হত্যা করেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

শেয়ার