Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

১০ জানুয়ারি, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার রাত ১ টার দিকে উপজেলার বিনাইরচর ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমিত কুমার কর হৃদয় উপজেলার পাচঁগাও দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নরসিংদী জেলা পুলিশে ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হৃদয় ছুটিতে এসে বন্ধুদের সঙ্গে মাধবদীতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দুইটি মোটরসাইকেলে করে চার বন্ধু মিলে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি দুটি মোটরসাইকেলকেই ধাক্কা দেয়।

এতে হৃদয়ের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি খুটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হৃদয়। আড়াইহাজার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির ধাক্কায় বাকি তিনজনও মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার