সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৪ বারে ১৬ হাজার ৩৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেমিনি সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪০ বারে ৮২ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১০ বারে ২ লাখ ২১ হাজার ৩৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আইপিডিসির ১.৯৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৩ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.৯২ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস