নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একই সঙ্গে তিনি সৌদি আরবের মতো ধর্ষককে জনসম্মুখে রাস্তায় ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন।
মধ্যপ্রদেশের ভোপালে ‘ধক্কড়’ সিনেমার চিত্রায়ণ করছেন কঙ্গনা। প্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সাক্ষাৎ শেষে শনিবার তিনি এ কথা বলেন।
সৌদি আরবের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, নারী নির্যাতনকারীদের রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। তিনি বলেন, নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্তার ঘটনা আমাদের অজানা থেকে যায়।
তিনি আরও বলেন, নির্যাতিত নারীদের চুপ থাকার একটা বড় কারণ দেশের আইন। ধর্ষকরা জানে যে তারা ঠিক আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিত নারীদের কেবল প্রশ্নের উত্তর নয়, পুলিশ ও আইনের হাতেও হেনস্থার শিকার হতে হয়।