মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকালে জেলা বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, বিএনপি নেতা রেজাউল করিম রেজা, আব্দুল আলীম, ছাত্র নেতা আবু সাঈদ শিথিল প্রমূখ।
বক্তারা বলেন, সরকারের ছত্রছায়ায় এই অথর্ব নির্বাচন কমিশনারকে দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া সম্ভব নয়। অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন তারা।