Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

বিয়ের মিথ্যা তথ্য দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ

১১ জানুয়ারি, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
বিয়ের মিথ্যা তথ্য দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ

মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর ডেমরায় ২১ বছর বয়সী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী শনিবার দিবাগত রাতে ডেমরা থানায় রাকিব (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার পর ওই রাতেই পুলিশ রাকিবকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে। রাকিব কুমিল্লার মেঘনা থানার তুলাতুলি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ও সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

এদিকে ভুক্তভোগী ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

ওই তরুণীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, ধর্ষণের শিকার ওই তরুণী গত এক বছর ধরে তার বৃদ্ধা মাকে নিয়ে ডেমরায় একটি ভাড়া বাসায় থাকেন। আর গত ৫-৬ বছর ধরে কমলাপুর রেলস্টেশনে চকলেট বিক্রি করে সংসার চালান ওই তরুণী। গত এক বছর আগে কমলাপুর রেলস্টেশনের তালিকাভুক্ত লেবার রাকিবের সঙ্গে পরিচয় হয় মেয়েটির।

এসআই সেলিম আরও বলেন, পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠলে বিয়ের কথা বলে রাকিব মেয়েটির ভোটার আইডি (এনআইডি) কার্ড নেয়। পরবর্তীতে সে মেয়েটিকে জানায় তাদের বিয়ে হয়েছে। এরপর প্রায়ই রাকিব ডেমরায় মেয়েটির বাসায় এসে মিথ্যা ওই বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে।

সর্বশেষ গত ৪ জানুয়ারি রাতে একইভাবে মেয়েটিকে ধর্ষণ করে রাকিব। এ সময় মেয়েটি রাকিবের পরিবারের ওই বিয়ের স্বীকৃতি চাইলে রাকিব তা অস্বীকার করে পরের দিন ঝগড়া করে চলে যায়।

এমএইচ

শেয়ার