Top
সর্বশেষ

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

২৬ এপ্রিল, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, দর কমেছে ১৬০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৭৩ কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭৮ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে ১৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার