সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি ৬৩৭ বারে ৫৭ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৩২ বারে ১১ লাখ ৭০ হাজার ৯৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৩৭ বারে ৩ লাখ ২২ হাজার ৫০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেনিনসুলার ৬.৫৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৮৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৭৯ শতাংশ, সুহৃদের ৫.১০ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৪.৮২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস