মাগুরা প্রতিরিধি: মাগুরা জেলার শ্রীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গতরাতে মুস্তাক আহম্মেদ নয়ন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মুস্তাক আহম্মেদ নয়ন (৩০) শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে।
সোমবার (১১ জানুয়ারি) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ রাতে ব্যক্তিগত কাজে নয়ন মোটরসাইকেলে করে উপজেলা সদর বাজারে যান। সেখান থেকে ফেরার পথে উপজেলার সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যায়। এরপর সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাক আহম্মেদ নয়নের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।