মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘শীতার্ত মানুষের পাশে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
গতকাল সোমবার দুপুরে ৩৫০ জন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান জনাব আদম তমিজি হক।
তিনি সারা বাংলাদেশের সকল এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করছেন বলে জানিয়েছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) মোছাঃ বেবী নাজনীন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলী মিয়া, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ বোরহানুল ইসলাম এবং মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজাপুর ইউনিয়নের মানবিক বাংলাদেশ সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং নহাটা ও এর আশপাশের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।