ভারতের একটি নন স্টপ বাণিজ্যিক বিমান সান ফ্রান্সিসকো থেকে উত্তর মেরু পেরিয়ে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেঙ্গালুরু পৌঁছেছে। আর সেই কঠিন পথে ককপিটের দায়িত্বে থেকে ইতিহাস গড়েছেন দেশটির চার নারী পাইলট।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় রওনা দেয় বিমানটি। ২৩৮ জন যাত্রী নিয়ে ১৭ ঘণ্টার কঠিন যাত্রা শেষে সোমবার বিকেলে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি।
এই সফরের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন জ়োয়া আগরওয়াল। তিনি বলেন, আমরা আজ শুধু উত্তর মেরুতে বিমান চালিয়ে বিশ্ব ইতিহাস গড়িনি, এটি চারজন নারী পাইলটের দ্বারা সফলভাবে তা সম্পন্ন হয়েছে। এই সফরের অংশ হতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত।
তার দলের বাকি তিন সদস্য ছিলেন- ক্যাপ্টেন থানমাই পাপাগিরি, শিবাণী মনহাস ও আকাঙ্ক্ষা সোনাওয়ানে।
ভারতের বিমানমন্ত্রী হারদীপ সিং পুরী টুইটারে নারী পাইলটদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, চার নারী পাইলট ইতিহাস গড়েছেন। দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তারা।