Top
সর্বশেষ
দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ লেবাননে ফের ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

১২ জানুয়ারি, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

 সিরাজগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পুলিশ সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এসব অবৈধ ইটভাটাগুলো হলো, জেলার উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এমআর ব্রিক্স, বোয়ালিয়ার এইচ এ্যান্ড কে ব্রিক্স, রুহি ব্রিক্স, শাহাজাদপুর উপজেলার গাড়াদহের কথা ব্রিক্স ও মকরকোলার নাম ব্রিক্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নিয়ম উপেক্ষা করে এসব ইটভাটার কার্যক্রম চলে আসছিলো দীর্ঘদিন ধরে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান করলেও তা তোয়াক্কা করেনি ইটভাটার মালিকেরা। এ কারণে যৌথ উদ্যেগে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালানো হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার