Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

১২ জানুয়ারি, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

 সিরাজগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পুলিশ সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এসব অবৈধ ইটভাটাগুলো হলো, জেলার উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এমআর ব্রিক্স, বোয়ালিয়ার এইচ এ্যান্ড কে ব্রিক্স, রুহি ব্রিক্স, শাহাজাদপুর উপজেলার গাড়াদহের কথা ব্রিক্স ও মকরকোলার নাম ব্রিক্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নিয়ম উপেক্ষা করে এসব ইটভাটার কার্যক্রম চলে আসছিলো দীর্ঘদিন ধরে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান করলেও তা তোয়াক্কা করেনি ইটভাটার মালিকেরা। এ কারণে যৌথ উদ্যেগে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালানো হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার