ঈদুল ফিতরের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৪২ বারে ৩৬ লাখ ৬৬ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১২ হাজার ৪৫০ বারে ৩২ লাখ ৪৩ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৫২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইফাদ অটোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯৮ বারে ১৭ লাখ ৬ হাজার ৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টির ৭.৪৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৬.৯৬ শতাংশ, ইউনিক হোটেলের ৬.৯৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৭৫ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.৬৮ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৫৭ শতাংশ এবং ফাইন ফুডসের ৫.০২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস