Top

মাগুরায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩ জানুয়ারি, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
মাগুরায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিবছর পৌষ মাসের ২৮ তারিখে এই মেলা শুরু হয়ে থাকে এবং ৩ দিন ধরে চলতে থাকে। আর ঐ তারিখেই বাহারবাগ গ্রামে ১দিনের জন্য মেলাটি অনুষ্ঠিত হয়।

জনশ্রুতি আছে, ১০০ বছরের অধিক সময় ধরে ব্যাপক আয়োজনে এই মেলা হয়ে আসছে। মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। মাগুরা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ঘোড়া আসে এ প্রতিযোগিতায় অংশ নিতে।

মেলায় বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার, বাঁশ-বেতের সামগ্রী, মাটির তৈরী নানা ধরনের মৃতশিল্প, চুড়িমালা, কসমেটিক, পিঠা, মিষ্টি, মাছ, সবজীর দোকানও বসে থাকে।

মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়ে জামাইদের দাওয়াত করে আপ্যায়ন করার রেওয়াজ রয়েছে। এ মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ আশেপাশের প্রায় সব বাড়ীর মেয়ে জামাইয়ের ব্যাগভর্তি বাজার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। মেলাস্থলে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে।

এছাড়া এই মেলায় পুতুল নাচ, যাত্রাপালা, নাগরদোলা, লাঠিখেলা খেলা হয়ে থাকে।

শেয়ার