Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৩ জানুয়ারি, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার উত্তর কাউতলীতে অন্তর চৌধুরী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের উত্তর কাউতলীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক তরুণীকে আটক করেছে।

অন্তর কাউতলীর কামাল চৌধুরীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছরখানেক আগে স্বামীর সঙ্গে তালাক হয় ওই তরুণীর। তালাকের পর অন্তরের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একসাথে বসবাস করতেন। সোমবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে অন্তরকে ঘরে রেখে বাইরে যান ওই তরুণী। সন্ধ্যার পর ওই তরুণী বাসায় ফিরে দেখেন, অন্তর ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। ওই তরুণী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম জানান, আমরা তদন্ত শুরু করেছি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

শেয়ার