Top

নারায়ণগঞ্জে সংঘর্ষের জেরে দুই কাউন্সিলর প্রার্থীসহ আটক ৬

১৩ জানুয়ারি, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে সংঘর্ষের জেরে দুই কাউন্সিলর প্রার্থীসহ আটক ৬

নারায়ণগঞ্জে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জে তারাবের ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়ায় দুই কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিনের সমর্থকের মধ্যে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধাওয়া, পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ চলে।

এতে ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, দুই প্রার্থীসহ ছয় জনকে আটক করা হয়েছে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, জানমালের ক্ষতি করায় দুই প্রার্থী এক অন্যের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এসপি বলেন, প্রথমে জেনেছিলাম এক জন মারা গেছেন। পরে খবর নিয়ে জেনেছি মজিবুর রহমান নামের ওই ব্যক্তি জীবিত আছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আনোয়ার হোসেনের দাবি, তার সমর্থকরা মিছিল নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিনের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষরা হামলা করে। এরপর তাদের মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে রুহুল আমিনের অভিযোগ, মোটরসাইকেলে একদল লোক এসে তার সমর্থকদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সূত্রপাত সেখান থেকে।

শেয়ার