Top

গাঁজার সবচেয়ে বড় বাজার হচ্ছে মেক্সিকো

১৩ জানুয়ারি, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
গাঁজার সবচেয়ে বড় বাজার হচ্ছে মেক্সিকো

গাঁজার ব্যবহার বৈধ করতে যাচ্ছে মেক্সিকো। এর ফলে বিশ্বে গাঁজার সবচেয়ে বড় বাজারে পরিণত হবে দেশটি।

মঙ্গলবার চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহার নিয়ে কিছু নিয়ম জারি করেছে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আওতায় বিনোদনের জন্যও গাঁজা সেবন করতে পারবেন দেশটির নাগরিকরা।

মেক্সিকোতে দীর্ঘ দিন ধরে মাদক কারবারি ও সরকারের মধ্যে সহিংসতা চলে আসছিল। নতুন বিধানে দেশটিতে গাঁজা চাষ বৈধ করার হয়েছে।

নতুন এক আদেশে গাঁজা নিয়ে গবেষণা চালাতে ওষুধ কোম্পানিগুলোকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওবরাডর।

মেক্সিকোর কংগ্রেসের পরের অধিবেশনে গাঁজা সেবনকে চূড়ান্তভাবে বৈধ করতে পারেন আইনপ্রণেতারা। এর ফলে ব্যবহারকারীর সংখ্যার কারণে বিশ্বে গাঁজার সবচেয়ে বড় বাজারে পরিণত হবে মেক্সিকো। আইনটি ফেব্রুয়ারি মাসে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গাঁজা বৈধ করতে আইনপ্রণেতাদের আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেক্সিকোতে গাঁজা চাষে আগ্রহ প্রকাশ করেছে। এ সংক্রান্ত আইনটি পুরোপুরি পাস হওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

বর্তমানে মেক্সিকোতে কারো কাছে পাঁচ গ্রামের কম গাঁজা থাকলে তাকে আটক করা হয় না।

২০১৭ সালে দেশটিতে চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ করা হয়েছে।

সে সময় মেক্সিকোর কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি ইগনাসিও মায়ার বলেছিলেন, ‘গাঁজা বৈধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এটি নাগরিকদের অধিকার।’

২০১৮ সালে গাঁজা অবৈধ করাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

শেয়ার