Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের সোর্স নিহত

১৩ জানুয়ারি, ২০২১ ১:০২ অপরাহ্ণ
মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের সোর্স নিহত

মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সোর্স মো. শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের লবণচরা থানার বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন দুই সোর্স ও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। আহত তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা মহানগর ডিবি পুলিশের ‍উপকমিশনার বি এম নুরুজ্জামান বলেন, ক্রেতা সেজে মহানগর ডিবি পুলিশের একটি দল কয়েকজন সোর্সসহ বান্দাবাজার এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা কিনতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ওই মাদক ব্যবসায়ীদের আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

শেয়ার