Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

তারেক জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

১৩ জানুয়ারি, ২০২১ ২:০১ অপরাহ্ণ
তারেক জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, বিএনপি নেতা ইদ্রিস আলী, জামিল আহমেদ, মোসলেম উদ্দিন মোল্লা, এডভোকেট আশরাফ আলী।

আরো বক্তব্য রাখেন, সাইয়েদ আহমেদ বাবু, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আব্দুল আলীম,‌ রেজাউল করিম রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম‌ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, ছাত্রনেতা আবু সাঈদ শিথিল প্রমূখ।

বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্দোলন স্তব্ধ করা যাবে না।

এই সরকারকে পতন করার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তারা।

শেয়ার