Top
সর্বশেষ

সূচকের উত্থানে লেনদেন আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ

০৯ মে, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
সূচকের উত্থানে লেনদেন আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২ টির, দর কমেছে ৭৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার। যা দুই মাস ২৩ দিন বা ৫০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আজকের চেয়ে বেশি অর্থাৎ ওই দিন এক হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার