Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করলো বিরোধীদল

১৪ মে, ২০২২ ১:০৯ অপরাহ্ণ
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করলো বিরোধীদল

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্টের প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া। দলের একাধিক আইনপ্রণেতা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

পাশাপাশি, সামাজি জানা বালাওয়েগায়ার কেন্দ্রীয় হাইকমান্ড নতুন প্রধানমন্ত্রীর নেত্বাধীন অন্তর্বর্তী জোট সরকারে যোগ দেওয়ার পরিবর্তে দেশে চলমান সরকারবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও নিশ্চিত করেছেন দলটির এক জেষ্ঠ্য নেতা।

সামাগি জানা বালাওয়েগায়ার এমপি ও জ্যেষ্ঠ নেতা ইরান বিক্রমারত্নে রয়টার্সকে বলেন, ‘এটা ইতোমধ্যে পরিষ্কার—নতুন প্রধানমন্ত্রী আসলে প্রেসিডেন্টের আজ্ঞাবহ। অর্থাৎ রিমোট কন্ট্রোল এখনও আছে প্রেসিডেন্টের হাতেই।’

‘এই দেশ চায় রাজাপাকসেরা বাড়ি ফিরে যাক এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গত প্রায় দু’মাস ধরে শ্রীলঙ্কায় সরকারপতন আন্দোলন চলছে। রাজনৈতিক দলগুলোর পাশপাশি এই আন্দোলনে যোগ দিয়েছেন লাখ লাখ সাধারণ জনগণ। আন্দোলনের অংশ হিসেবে গত মাস থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন একদল বিক্ষোভকারী।

তাদেরই একজন চামালাগে শিবকুমার। তিনি বলেন, ‘আমরা কেবল তখনই আন্দোলন থামাব, যখন আমাদের জনগণ ন্যায়বিচার পাবে।’

শিবকুমার আরও জানান, চলমান এই আন্দোলনের মূল লক্ষ্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ।

‘কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন, সেটি বড় ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হলো জনগণের মুক্তি; সেই মুক্তি যতদিন না আসে, ততদিন আমাদের আন্দোলন চলবে,’ রয়টার্সকে বলেন শিবকুমার।

গত ৯ মে, সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সর্বজেষ্ঠ্য সদস্য মাহিন্দা রাজাপাকসে। এই দিন নিজের ছোটভাই ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিজের কাছে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর চড়াও হয় সরকার সমর্থকরা। তাদের হামলায় অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হন।

এই ঘটনার পরে পুরো শ্রীলঙ্কা ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দেশের ছোটবড় সব শহরের জনগণ রাস্তায় নেমে আসেন এবং পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দেশজুড়ে নিহত হন ৭ জন, আহত হন আরও ৩ শতাধিক।

তারপর ৯ মে রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে ১০ মে ভোরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে সপরিবারে কলম্বো ত্যাগ করে দেশের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর ত্রিণকোমালিতে নৌবাহিনীর ঘাঁটিতে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে।

তারপর গত ১১ মে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হন দেশটির রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) শীর্ষ নেতা রনিল বিক্রমাসিংহে। এর আগে আরও ৫ বার বিভিন্ন মেয়াদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বর্তমান পার্লামেন্টে অবশ্য তার দলের আসন মাত্র একটি।

১২ মে প্রেসিডেন্ট গোতাবায়ার কাছে শপথ নেওয়ার পর ১৩ মে নিজ কার্যালয়ের দায়িত্ব বুঝে নেন রনিল। এই দিন সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি।

এদিকে, শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, জ্বালানি তেলের স্বল্পতার কারণে চলতি সপ্তাহ থেকে লোড শেডিং বাড়বে; প্রতিদিন সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে শ্রীলঙ্কার অধিকাংশ এলাকা।

শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটি কমিশনের চেয়ারম্যান জনকা রত্নায়েকে এক বিবৃতিতে এ সম্পর্কে বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেলেভর্তি একটি জাহাজ গত এক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার বন্দরে অবস্থান করছে, কিন্তু মূল্য পরিশোধের মত যথেষ্ট অর্থ না থাকায় সেই তেল খালাস করা যাচ্ছে না।’

‘তবে সংকটের তীব্রতা কমাতে আমরা জলবিদ্যুৎ ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে গুরুত দিচ্ছি। আশা করি এই খাতে ৬০ শতাংশ উৎপাদন বাড়াতে পারব আমরা।’

শেয়ার