Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

নাইজেরিয়ায় বিস্ফোরণে ভবনধস, নিহত ৯

১৮ মে, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
নাইজেরিয়ায় বিস্ফোরণে ভবনধস, নিহত ৯

নাইজেরিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি ভবনধসে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি জনপ্রিয় বাজারের কাছে ওই ভবনটি অবস্থিত। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকার বেশিরভাগ মানুষই অন্য সব এলাকা থেকে সেখানে বসবাস শুরু করেন।

জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ বলেন, গ্যাস সিলিন্ডার থেকে একটি ওয়েল্ডিংয়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছাকাছি একটি স্কুলের অভিভাবকরা এই বিস্ফোরণের খবর পেয়েই নিজেদের সন্তানদের খোঁজ নিতে ছুটে গেছেন। তবে স্কুলের কোনো শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার