Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

১৯ মে, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। আগাম নির্বাচন ঘোষণার কারণে এমনিতেই দেশটির বর্তমান সরকারের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই রুপির মান এতটা কমে যাওয়ায় অর্থনৈতিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে হয়েছে ২০০। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে এখন খরচ করতে হচ্ছে ২০০ রুপি। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির মুদ্রার মানের পতন ঠেকাতে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়ে জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

অপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবেদন উপস্থাপন করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহে আইএমএফ মিশনের প্রধানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

এর আগে গত ৯ মে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয় ভারতীয় মুদ্রার। প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমে দাঁড়ায় ৭৭ দশমিক ৪৬, যা সর্বকালের অন্যতম সর্বনিম্ন।

 

শেয়ার