Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

মিয়ানমার উপকূলে নৌকাডুবে শিশুসহ ১৭ রোহিঙ্গা নিহত

২৪ মে, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
মিয়ানমার উপকূলে নৌকাডুবে শিশুসহ ১৭ রোহিঙ্গা নিহত

মিয়ানমার উপকূলে নৌকাডুবে শিশুসহ কমপক্ষে ১৭ রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে ওই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনা কবলিত নৌকায় কমপক্ষে ৯০ জন আরোহী ছিল। নৌকার আরোহীরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা করেছিল। কিন্তু বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় এটি ডুবে যায়।

কয়েকজনের মরদেহ পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সৈকতে ভেসে উঠেছে। তবে এখনও ৫০ জন আরোহী নিখোঁজ রয়েছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে নিরীহ লোকজনকে হত্যা, নারীদের ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ বর্বর নির্যাতন-নিপীড়ন চালানো হয়। সে সময় লাখ লাখ রোহিঙ্গা নাগরিক মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

কিন্তু তারপরেও অনেক রোহিঙ্গাই রাখাইনে রয়ে গেছে। সেখানে তাদের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের চলাফেরায়ও কড়াকড়ি আরোপ করা হয়।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা নৌকা দুর্ঘটনায় গভীর শোকাহত। মিয়ানমার থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়।

শেয়ার