সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৭৬ বারে ১৪ লাখ ২৬ হাজার ২০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৪৯ বারে ৩৫ লাখ ৭৯ হাজার ২৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০৪ বারে ২৩ লাখ ২৯ হাজার ১২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বঙ্গজের ১.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১.৯৪ শতাংশ, আরডি ফুডের ১.৯৪ শতাংশ, এস আলমের ১.৯২ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯২ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর ১.৯২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস