সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানির ১৮ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা আল-আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার।
এছাড়া, আইপিডিসির ২ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭ লাখ ৬ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৭৯ লাখ ৮০ হাজার টাকার, বিডিকমের ৬৭ লাখ টাকার, রিপাবলিকের ৫২ লাখ ৩৮ হাজার টাকার, বিকনফার্মার ৪৭ লাখ ৮৪ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৪৪ লাখ ২৮ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৪২ লাখ ৯১ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৪১ লাখ ৭০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ২৯ লাখ ৯০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৫৭ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ২৬ লাখ ৫২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৪ লাখ ৫৩ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২৪ লাখ টাকার, লাভেলো আইসক্রিমের ২০ লাখ ৭৫ হাজার টাকার, ফারইস্ট লাইফের ১৮ লাখ ৭৫ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৮ লাখ ৫৫ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৩৫ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১৪ লাখ ১৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২ লাখ ৩৫ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৫ হাজার টাকার, একমি লেবের ৮ লাখ ৯৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৮ লাখ ৩৮ হাজার টাকার, শানপুকুর সিরামিকের ৭ লাখ ৪৪ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৬ লাখ ৭০ হাজার টাকার, গোল্ডেন হারভেস্টের ৬ লাখ ৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস