Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

০৪ জুন, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৯০৪টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৫৯ কোটি ৪৭ লাখ ৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ২ কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৩৪ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৪ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকার, জেএমআই হসপিটাল ৯১ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭৪ কোটি ৯১ লাখ ২৮ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬৭ কোটি ৯১ লাখ ৩১ হাজার টাকার এবং এসিআই ফর্মুলেশনের ৬৬ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার