Top

ধারাবাহিক উত্থানে বেড়েছে লেনদেনও

০৫ জুন, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
ধারাবাহিক উত্থানে বেড়েছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, দর কমেছে ৯৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ১০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৫ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ০৩৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৩ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। সিএসইতে ২০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার