সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪ বারে ১ লাখ ১৭ হাজার ৫৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইমাম বাটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮১ বারে ৯৭ হাজার ২৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৭৫ বারে ১ লাখ ২০ হাজার ৬৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এপেক্স ফুডসের ১.৯৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১.৯৮ শতাংশ, জেএমআই হসপিটালের ১.৯৮ শতাংশ, আইপিডিসির ১.৯৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১.৯৭ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৬ শতাংশ এবং কে অ্যান্ড কিউয়ের শেয়ার দর ১.৯৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস