সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ১০৪ কোটি ২৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা ইউনিলিভার কনজুমারের লেনেদেন হয়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৯ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা ব্যাংকের শেয়ার লেনেদেন হয়েছে ১৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার টাকার।
এছাড়া, প্রাইম ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯২ লাখ ৩২ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৫ কোটি ৮৮ লাখ ২৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪ কোটি ৬৪ হাজার টাকার, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ৩ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৯২ লাখ ২৪ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৩৫ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ৪৮ লাখ ৫০ হাজার টাকার,সাইফ পাওয়ারের ৩২ লাখ ৫০ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ২৭ লাখ ৩৬ হাজার টাকার, রিপাবলিকের ১৭ লাখ ৮৪ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৩ লাখ ৮৭ হাজার টাকার, লুব রেফের ১১ লাখ ৭৬ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৭ লাখ ৩০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস