Top

উত্থানে ফিরল পুঁজিবাজার

০৮ জুন, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
উত্থানে ফিরল পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০ টির, দর কমেছে ১৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১৯ কোটি ৬৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৭৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৩৯ কোটি ৩১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৩ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০০ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির দর। সিএসইতে ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার