সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮০ বারে ৪ লাখ ৪২ হাজার ৮৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৭৯ বারে ৪ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২২৯ বারে ২ লাখ ২৭ হাজার ১৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৬ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ১.৯৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১.৯৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস