Top

সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

১১ জুন, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৬ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা  সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৪ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪০ লাখ ৮০ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮.৯৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১৭.৭০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫.৮২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৫.৬০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৪.৭৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.৪৭ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩.৯৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার