সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ৮২ বারে ১ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৯৯৮ বারে ২৮ লাখ ৪০ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৯৩ বারে ৪৬ লাখ ৫৪ হাজার ৮২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম টেক্সের ৪.৫১ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.৪৫ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.২১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.০৯ শতাংশ, রহিম টেক্সের ৩.৭২ শতাংশ, এইচ আর টেক্সের ৩.৬১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৩৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস