Top

পুঁজিবাজারে ধারাবাহিক সূচক পতন

১৪ জুন, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
পুঁজিবাজারে ধারাবাহিক সূচক পতন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ২৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ১৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর। সিএসইতে ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার