সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ৩৪৮ বারে ১ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৩০৫ বারে ৭ লাখ ৯২ হাজার ৯৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫১৫ বারে ৮৮ লাখ ৯৯ হাজার ৪৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা ইন্সুরেন্সের ৯.৫৮ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৯.৪৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.০৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৮.৭৬ শতাংশ, এস আলমের ৮.৬৩ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৬.৩০ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৫.৪০ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস