সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৪৩টি শেয়ার ৯৪ বার হাত বদলের মাধ্যমে ৮৫ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ০৩ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ০১ লাখ ৮০ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।
এছাড়া, ব্লক মার্কেটে রেনাটা লিমিটেডের ৫ কোটি ৮৪ হাজার টাকার,কাট্টালি টেক্সটাইলের ৪ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকার, ইমাম বাটনের ১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার, ফার্মা এইডের ১ কোটি ৭২ লাখ ৭ হাজার টাকার, বিকনফার্মার ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ কোটি ৩৫ লাখ টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকার, আইপিডিসির ৯১ লাখ ৩৫ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৬৪ লাখ ৯৬ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৪৮ লাখ ১৯ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৪১ লাখ ১৭ হাজার টাকার, ফর্চুন সুজের ৪০ লাখ ৮ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৩৬ লাখ ৫০ হাজার টাকার, বিডিকমের সোনারগাঁওয়ের ৩৫ লাখ ৮০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৩২ লাখ ৯ হাজার টাকার, পিপল ইন্স্যুরেন্সের ২৮ লাখ টাকার, ইয়াকিন পলিমারের ২৩ লাখ ৭০ হাজার টাকার, আরএকে সিরামিকের ২২ লাখ ৪০ হাজার টাকার, আইএফআইসির ১৮ লাখ ২৬ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬ লাখ ১০ হাজার টাকার, মন্নু ফাব্রিকসের ১৩ লাখ ৩৫ হাজার টাকার, ফারইস্ট লাইফের ১২ লাখ ৯ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১১ লাখ ২৩ হাজার টাকার, ইআইএলের ৮ লাখ ৮৩ হাজার টাকার,এক্টিভ ফাইনের ৭ লাখ ১৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৫ লাখ ৮৮ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লাখ ৭৪ হাজার টাকার, লুবরেফের ৫ লাখ ৫৯ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ৫ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস