সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৭৯ বারে ১ হাজার ৫৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৬৭ বারে ১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৪৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫১২ বারে ৬৪ লাখ ১৬ হাজার ১৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৭.৩৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৬২ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৪.৭৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৪.৩৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৪.২৬ শতাংশ, ইফাদ অটোর ৪.০৪ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৩.৯৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস