সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৬ বারে ৭ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৭ বারে ১ লাখ ৭৫ হাজার ৯৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৪ বারে ৭ লাখ ৯ হাজার ৩৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকের ১.৯৪ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১.৯৩ শতাংশ, বিজিআইসির ১.৯৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১.৯২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯১ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ১.৯১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস